আসিফ আকবরের মুক্তির দাবিতে বিক্ষোভ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আসিফ ভক্তরা এ কর্মসূচি পালন করেন। তারা অবিলম্বে আসিফ আকবরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধন কর্মসূচিতে ফরিদ খান নামে এক আসিফ ভক্ত বলেন, তার প্রিয় শিল্পী আসিফ আকবর বাংলাগানের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের গানের জগতে বড় সম্পদ। মিথ্যা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করে একটি মহল তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওমর সানী, এফ এ শহীদ, রাজু রিয়াদ, কন্ঠশিল্পী মনি চৌধুরীসহ আরও বেশ কয়েকজন।

বক্তারা বলেন, আমরা এখানে একেকজন একেকটি রাজনৈতিক দল বা মতের অনুসারী হতে পারি। কিন্তু এক জায়গায় আমাদের সবচেয়ে বড় মিল রয়েছে। আর তা হলো আমরা সবাই আসিফ ফ্যান। আসিফ আকবরের গান হলো আমাদের অক্সিজেন। তিনি বাংলাগানের যুবরাজ হয়েই আমাদের হৃদয়ে বসে আছেন। আমরা তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন...

  • আসিফ আকবরের মুক্তির দাবিতে বিক্ষোভ