এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় 'অনলাইন প্রেস ইউনিটির' ৩১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের হাসপাতাল মোড় সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক শৈবাল আদিত্যের সভাপতিত্বে "অনলাইন প্রেস ইউনিটি", কুষ্টিয়া জেলা কমিটির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি : শৈবাল আদিত্য (এডিটর - অনলাইন কুষ্টিয়া নিউজ/জেলা প্রতিনিধি-দৈনিক বর্তমান কথা), সিনিয়র সহ-সভাপতি : ওয়াহিদ ইউসুফ খান (দৈনিক স্বর্ণযুগ/উন্নয়নবার্তা), সহ-সভাপতি : এ. সাত্তার মানিক (বি এন এস), সহ-সভাপতি : নুরুন্নাহার সীমা (সম্পাদক ও প্রকাশক-দৈনিক প্রতীজ্ঞা), সহ-সভাপতি : অর্পণ মাহমুদ (আমার কুষ্টিয়া ডট কম/ভয়েস অব কুষ্টিয়া), সাধারণ সম্পাদক : মিলন মাযহার (দৈনিক দেশতথ্য/ দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক : এস. এম. মাহমুদুল হক বাদল (দৈনিক মুক্তমত), সহ-সাধারণ সম্পাদক : নূর মোহাম্মদ রবিউল (বাংলাদেশ প্রেস/দৈনিক নবরাজ), সাংগঠনিক সম্পাদক : সালেকউদ্দিন শেখ সুমন (কুষ্টিয়া শহর ডট কম), সহ-সাংগঠনিক সম্পাদক : নাব্বির আল নাফিজ (কুষ্টিয়ার কন্ঠ ডট কম/সময়ের দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক : মিলন খন্দকার (মোহনা টিভি), অর্থ সম্পাদক: ওয়াহিদুজ্জামান অর্ক (গ্রামের কাগজ/মুক্তমত), সহ-অর্থ সম্পাদক : আসাদুজ্জামান রুমেল (অনলাইন কুষ্টিয়া নিউজ), প্রচার সম্পাদক : আক্তার হায়দার (কুষ্টিয়ার কন্ঠ ডট কম), সহ-প্রচার সম্পাদক : হাফিজুর রহমান জীবন (দৈনিক স্বর্ণযুগ), দপ্তর সম্পাদক : সেলিম আহমেদ তাক্কু (জনকন্ঠ নিউজ ডট কম/ঢাকা ক্রাইম), সহ-দপ্তর সম্পাদক : প্রীতম মজুমদার (বিডি টাইমস নিউজ), মহিলা সম্পাদিকা : খন্দকার নিলুফা হক ছন্দা (অনলাইন কুষ্টিয়া নিউজ), কার্যনির্বাহী সদস্যঃ- জালাল খোকন (সিনিয়র ফটো জার্নালিস্ট), মাসুদ সোলায়মান লিটন (অনলাইন এক্টিভিস্ট), এ.কে আজাদ সানি (দৈনিক সময়ের কাগজ), রাকিব রিকো (দৈনিক কুষ্টিয়া বার্তা), রাসেল হাসান (দৈনিক শিকল), আনোয়ার হোসেন চৌধুরী রাসেল (দৈনিক স্বর্ণযুগ), আমিনুল ইসলাম চঞ্চল (অনলাইন এক্টিভিস্ট), মনিরুল ইসলাম (অনলাইন এক্টিভিস্ট), জয়নাল আবেদীন মুরাদ (অনলাইন এক্টিভিস্ট), নাজমুল হাসান পারভেজ (কুষ্টিয়ার কন্ঠ. কম ), বুলবুল আহমেদ সাগর (দৈনিক দেশের বাণী), উজ্জল হোসেন (দৈনিক শিকল), এ. জে সুজন (সময়ের কন্ঠ/দৈনিক আমার সময়) ৷
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে জেলার সুশীল সমাজ তথা সকল সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, রাজনীতিক, পুলিশ প্রশাসনসহ সকল স্তরের জনগণকে সংবাদীয় শুভেচ্ছা জানিয়েছেন৷