প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ
আইফোন দিতে গিয়ে খুন ডেলিভারি ম্যান!
আইফোন ডেলিভারি দিতে গিয়ে খুনের শিকার হয়েছেন ফ্লিপকার্টের ৩০ বছর বয়সী এক ডেলিভারি ম্যান। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে।
জানা যায়, চিনহাটের বাসিন্দা গজানন নামক এক যুবক ফ্লিপকার্টে আইফোন ক্যাশ অন ডেলিভারির অর্ডার করেছিলেন। গত ২৩ সেপ্টেম্বর ভারত সাহু (৩০) নামে ওই ডেলিভারি ম্যান ফোনটি দিতে যান। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। দু’দিন ধরে সাহু বাড়ি না ফেরায় ২৫ সেপ্টেম্বর চিনহাট থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এরপরই পুলিশ ডেলিভারি ম্যান সাহুর খোঁজ শুরু করে। তার ফোনের লোকেশন ও কল লিস্ট চেক করে গজানন ও আকাশ নামে দু’জনকে আটক করা হয়। দুই অভিযুক্তের মধ্যে একজন সম্প্রতি ফ্লিপকার্ট থেকে দেড় লাখ টাকার একটি আইফোন অর্ডার করে।
পুলিশ জানায়, ডেলিভারি বয় সাহু পণ্য ডেলিভারি দিতে গেলে দু’জন মিলে তাকে খুন করে। হত্যার পরই লাশ স্থানীয় ইন্দিরা খালে ফেলে দেওয়া হয়। সেখান থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল নিহতের লাশ উদ্ধারের চেষ্টা করছে।
ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং বলেন, জিজ্ঞাসাবাদে আকাশ অপরাধ স্বীকার করেছে। পুলিশ এখনো লাশের সন্ধান পায়নি।
Copyright © 2025 TadantaChitra.Com. All rights reserved.