"হাবীবা হেলেন"
রাফাত, মনির,আকাশ, অমিত,
দেশ বরেণ্য সন্তান
সারাদেশে শোরগোল
সন্ত্রাসী, মাস্তান।
দশমাস পেটে ধরে
চেনেনিতো জননী,
এতো নাম, এতো ডাক
সেযে আজ বড় খুনী।
ঘেন্নায় থুথু দেয়
পথে ঘাটে জনতা
বাবা মা'র আহাজারি
সত্যি কি একথা ...??!!
নৃশংস অন্যায়
লজ্জায় ঘেন্নায়...!!
পথ নেই পালাবার.....
"আবরার আবরার "।
সারাদেশে ফাঁসি চায়
মন্দির,মসজিদে,
এ পাপের ক্ষমা নেই
বিপদ যে ফি'পদে!!
ঘরে ঘরে হাহাকার.....
ফিরে আয় একবার,
পাঁজরটা ভেঙ্গে যায়
কতো আর কাঁদা যায়.....
সোনা মানিক আবরার,
আবরার আবরার ....!।