
আব্দুর রাজ্জাক রাজুঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১৩৫ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
(১৫ মে) শুক্রবার স্থানীয় আমুরোড বাজারের শুকদেবপুর সঃপ্রাঃ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব রেখে ফ্রেন্ডস ক্লাবের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার কে তেল, ডাল, চিনি, সেমাই, সাবান, পিয়াজ,লবন প্রদান করা হয় ।
ক্লাবের সভাপতি শরিফুর রহমান জার্নেল জানান, ছোট বেলা থেকে ক্লাব সংগঠন করি মূলত মানুষের কল্যাণের জন্য।বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীসহ বাংলাদেশে সংকট তৈরি হয়েছে। আমি মনে করি এই দুঃসময়ে মানুষের পাশে থাকা সকলের দায়িত্ব। তাই আমাদের সংগঠনের সকল সদস্য মিলে ছোট ছোট পরিসরে প্রায় ২ মাস যাবত মানবিক কাজ করে যাচ্ছি। দুই যুগেরও পুরাতন সংগঠন ফ্রেন্ডস ক্লাব ঐক্যবদ্ধ ভাবে সমাজ বিনির্মানে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সবুজ, সদস্য জুয়েল আহমেদ, গাজিউর রহমান রাসেল, সোহান, টিপু, রুমেল, হেলাল, এম আলী, ফরিদ, রুপন, সুমন, আল আমীন, রুবেল, লিটন, কাজল, শ্যামল প্রমুখ
