আলতাফের ব্লাকমেইলিংয়ের শিকার ডজনখানেক তরুণী!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক ও অভিনেত্রী বানানোর আশ্বাসে এক ডজনের বেশি মেয়েদের সাথে শারিরীক সম্পর্ক করেন আলতাফ মাহমুদ নামের এক বয়স্ক ব্যক্তি। এসব কাজ আবার তারই অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারন করে রেখেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা। পরিচয় দেন জাতীয় ঢাকা প্রেসক্লাবের চেয়ারম্যান, ট্রাষ্টি বোর্ড ও সভাপতি ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সভাপতি বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ইউনিটি, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, চেয়ারম্যান ঢাকা টিভি, লালন গবেষণা একাডেমী ও সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল সহ আরো অনেক সংগঠনের। এসবের পাশাপাশি বিভিন্ন নাটক ও সিনেমা বানান বলেও গ্রামাঞ্চলের মেয়েদের কাছে পরিচয় দেন। এনি মাল্টিমিডিয়া নামের একটি ফেসবুক পেইজ খুলে ব্রাইডাল শুট, মডেল শো, ফ্যাশন শো, মিউজিক ভিডিও এবং নাটকের কাজে অভিনয়ের সুযোগের বিজ্ঞাপন প্রচার করে উঠতি মেয়েদের আক্রর্শন বাড়ান। তার এই লোভনীয় পোস্টে গ্রামের মেয়েরা ইন্টারভিউ দিতে এসে হারান সম্ভ্রম। তার অফিস আম্বর টাওয়ার, মাজার রোড, মিরপুরে চাকুরি ও নায়িকা হতে আসা বিভিন্ন মেয়েকে ফুঁসলিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করেন আলতাফ মাহমুদ। তার এমন কুকর্মের ডজনের বেশি ভিডিও আমাদের কাছে এসেছে।

এসব ভিডিওতে দেখা যায়, মাজার রোডে অবস্থিত তার অফিসের মধ্যেই গ্রাম থেকে আগত মেয়েদেরকে প্রথম কাজের দিকনির্দেশনা দিচ্ছেন এবং বুঝিয়েছেন। বেশ কিছু সময় নানা বিষয় বুঝিয়ে কাছে টানেন আলতাফ মাহমুদ। এরপর গায়ে ও শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এমন করেই ক্ষ্যান্ত থাকেন না আলতাফ মাহমুদ। এরপর স্পর্সকাতর স্থান সহ বিভিন্ন স্থানে হাত ও মুখ দিতেন এমনটাই তার অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারনকৃত ভিডিওতে দেখা গেছে। এরপর আলতাফ মাহমুদ তার ব্যবহৃত টেবিল ও পাশের শোভাসেট এর উপরে শারিরীক সম্পর্ক করেন।

এসব বিষয়ে জানতে আলতাফ মাহমুদকে ফোন করলে তিনি এসে দেখা করবেন বলে ফোন কেটে দেন। এরপর হোয়াটসঅ্যাপে নক দিলে তিনি ভিডিওগুলো এডিটিং বলে দাবী করেন। এসব ভিডিও দিয়ে তার বিরুদ্ধে নিউজ করলে মামলা করবেন বলেও হুমকি দেন। চলবে…….

সংবাদটি শেয়ার করুন...