
অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সাথে সুইজারল্যান্ডের জেনেভায় অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সমাবেশ করেছে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে প্রতিনিধিত্ব করছে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। সুইজারল্যান্ডে বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত—কেন তারা আসিফ স্যারকে প্রটোকল ও নিরাপত্তা দেয়নি।
বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসকে এই বিষয়ে অবহিত করা উচিত। তারা বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গিয়েছে। তারা সামান্য সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সুইজারল্যান্ডে ফ্যাসিস্টরা ছোটোখাটো নমুনা দেখিয়েছে।
প্রতিবাদ সমাবেশে আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আলী নাসের বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করার পরেও পতিত আওয়ামী লীগের কোনো প্রকার অনুশোচনা নেই। এটিই আওয়ামী লীগের চরিত্র। গত ১৫ বছরে একটি প্রশ্ন দেখে এসেছি- তুমি মানুষ না আওয়ামী লীগ? এই প্রশ্নটি আগামী একশো বছর প্রাসঙ্গিক থাকবে। আমরা কুকুরের জন্য মুগুর প্রস্তুত করতে পারি নাই, এজন্যই আসিফ নজরুলের সাথে এমন উদ্ধতপূর্ণ আচরণ করেছে। তারা ক্ষমা পাওয়া সুযোগ পেয়েও ক্ষমা চায়নি। তাই যেখানেই আওয়ামী লীগের প্রেতাত্মা পাওয়া যাবে, সেখানে তাদেরকে ধবলধোলাই দিতে হবে।
