আহতদের দেখতে শপথ নিয়েই ঢামেকে ড. ইউনূস

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরই রাত সাড়ে ১০টায় ড. ইউনূস হাসপাতালে পৌঁছান। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন তিনি। পরে রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তিনি আহতদের সার্বিক খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন উপদেষ্টা।

এরআগে, বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। তিন জন ছাড়া অন্য উপদেষ্টারাও পরে শপথ নেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হোসেন

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুকী আযম

সংবাদটি শেয়ার করুন...

  • অন্তর্বর্তী সরকার
  • ড. মুহাম্মদ ইউনূস
  • প্রধান উপদেষ্টা