ইন্টারনেট নিয়ে মিথ্যাচার: পলকের বিরুদ্ধে মামলার আবেদন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের’ অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মো. সোহাগ মল্লিক নামের একজন বাদী হয়ে মামলার আবেদন করেন।

বুধবার (২২ আগস্ট) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলার আবেদন করেন মো. সোহাগ মল্লিক নামের এক ব্যক্তি। মূলত ১৫ জুলাই থেকে দফায় দফায় ইন্টারনেট বন্ধ নিয়ে জুনাইদ আহমেদ পলক মিথ্যাচার করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে এ মামলার আবেদনে বলা হয়। মামলার এজাহারে পলকের নানান সময় নানান ধরনের মন্তব্যের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

এর আগে, ১৩ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বরাবর দাখিল হওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের মতো সিদ্ধান্ত সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাস্তবায়ন হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫-১৬ জুলাই, ২০২৪ সময়কালে মোবাইল ইন্টারনেট এবং গত ১৮ জুলাই, ২০২৪ হতে ২৩ জুলাই, ২০২৪ পর্যন্ত ও ৫ আগস্ট, ২০২৪ তারিখে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ এবং পরে চালু করা হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় কাজটি সম্পন্ন করা হয়। অন্যদিকে, গত ১৭ জুলাই, ২০২৪ থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত এবং ৫ আগস্ট, ২০২৪ তারিখে মোবাইল ইন্টারনেট বন্ধ এবং পরে চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নির্দেশনায় সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন...