ভোলা জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে গৃহবন্দী ও কর্মহীন ১১০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৩ মে) সকালে সামাজিক দূরুত্ব বজায় রেখে ইলিশা জংশনস্থ মৌলভীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১১০জন অসহায় মানুষকে ঈদ উপহার খাদ্যসামগ্রী উপহার দিলে এই সংগঠনটি।
সংগঠনের একঝাক তরুণরা তাদের ঈদের মার্কেট ক্রয় না করে অসহায় সেই টাকা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়েছেন।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার্দী মাষ্টার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইদ আলী জমাদার, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক মঞ্জু মাষ্টার, সিনিয়র সহ সভাপতি সরদার কামাল হোসেন, সিপিপি টিম লিডার সাইফুল ইসলাম।
এই সময় আরো উপস্থিত ছিলেন, অসহায়দের পাশে পশ্চিম ইলিশা সংগঠনের সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বরত ইউসুফ সরদার। পারভেজ ফরাজী, ছাদ্দাম হোসেন, কবির হোসেন, সোহাগ খলিফা, শংকর মজুমদার, তৌহির আহমেদ ইসাদ, মিজানুর রহমান (১) তামিম হোসেন ইকবাল, মোঃ রাছেল, আব্দুল হান্নান, মিজানুর রহমান, বাছেদ, দিপু রায়, মোঃ হান্নান(২) সোহেল, মুজাহিদ, মাইনউদ্দিন আল আজাদ, আর এস রাছেল, লিজান তালুকদার, শাহাবুদ্দিন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয় , এভাবে আমরা সবসময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় মানবতার হাত বাড়িয়ে দিব। এবং অসহায় মানুষের সন্তানদের স্কুলে কলেজে পড়ালেখা কোন টাকা পয়সা বা আর্থিক কোনো সমস্যা হলে তাদেরকে সাহায্য করবে এই সংগঠন।
উল্লেখ করোনাভাইরাস মহামারির মধ্যে এই ৮ম পর্বে বিতরণ করেন সংগঠনে সদস্যরা।