মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন,ইসরাইল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত।যদিও এই আহ্বান অন্তঃসারশূন্য বলেই মনে করা হচ্ছে।ব্লিঙ্কেনের মন্তব্যটি এমন সময়ে এলো,মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে।
বুধবার (১৩ নভেম্বর) ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ব্লিনকেন বলেন, গাজার সাধারণ মানুষের স্বার্থে সব ধরণের সংঘাত বন্ধ হওয়া দরকার। যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়। পরিস্থিতি খুবই জটিল।
সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল, পূরণ হয়েছে। তারা চেয়েছিল ৭ অক্টোবরের মতো ঘটনা ঠেকাতে হামাসের সক্ষমতা ভেঙে দিতে। আর তা হয়েছে। তাই এটাই যুদ্ধ বন্ধের সময়।
হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য তেলআবিবের ছিল সেটিও পূরণ হয়েছে। তাই সংঘাতের অবসান হওয়া জরুরি। তিনি আরও বলেন, হামাস-ইসরায়েল সংঘাতের কারণে ক্রসফায়ারে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা। গাজায় মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক ট্রাক প্রবেশ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। যদিও ব্লিনকেনের এমন মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।