ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি ৩ হাজার ৩০০ কোটি: বাংলাদেশ ব্যাংক ও নাবিল গ্রুপকে দুদকের চিঠি

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইসলামী ব্যাংকের আলোচিত তিন হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকসহ নাবিল গ্রুপের ১১টি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আলোচিত ওই ঋণ কেলেঙ্কারির তথ্য জানতে এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত-শিবির চক্র। ২০১৭ সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি।

তেমনি একটি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, যাদের পিওন থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মচারীর নামে কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

  • ইসলামী ব্যাংক
  • ঋণ জালিয়াতি
  • দুদকের চিঠি
  • নাবিল গ্রুপ
  • বাংলাদেশ ব্যাংক