উপজেলা ভোট সুষ্ঠু করতে ওসি ও এসআইকে বদলির নির্দেশ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

আসন্সুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সাধারণ নির্বাচন করার জন্য চাঁদপুরের মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ মে) ইসি থেকে নির্দেশনাটি পুলিশের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন এবং সাব-ইন্সপেক্টর মো. আবু হানিফকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বর্ণিতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’

 

 

সংবাদটি শেয়ার করুন...

  • উপজেলা ভোট
  • ওসি ও এসআইকে বদলি
  • নির্বাচন কমিশন