
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনের আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে আরেকটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিবেন না। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ট্রাম্প এ বিষয়ে জানিয়েছেন।
বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হ্যারিস মঙ্গলবারের বিতর্কে জয়ী হয়েছেন। তাই এবার বিতর্কে ধরাশায়ী হওয়া ভয়ে আর কোনো বিতর্কে জড়াতে চাচ্ছেন না তিনি।
নিজের মালিকানাধীন সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন, গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে।
ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্ক মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজে দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচারদল জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা।
ট্রাম্পও বলেছিলেন, বিতর্কের জন্য প্রস্তুত তিনি। কিন্তু এবার সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। উল্লেখ্য, সিএনএনের একটি জরিপ অনুযায়ী, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তার পয়েন্ট ৬৩। অন্যদিকে ট্রাম্পের ৩৭। আর ইউগভের জরিপ বলছে, বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।
