
আমির হোসেনঃ করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ যখন মৃত্যুর ভয়ে আতঙ্কে জীবন যাপন করছে। তখন সবচেয়ে বড় ভুমিকা পালন করছে প্রসাশনের কর্মকর্তারা। জনগনকে করোনা মুক্ত রাখতে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করছে তারা। অন্যান্য দেশের মত করোনা আতঙ্কে গত দুই মাস যাবত বাংলাদেশেও লকডাউন চলছে।
এ অবস্থায় বাংলাদেশ পুলিশ দেশের জনগনের জীবনের নিরাপত্তার সার্থে করোনা যুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছ। এর মধ্যে পুলিশের কিছু কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
গত ১৮ই এপ্রিল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার উপপরিদর্শক কাজী শাওন প্রসাশনিক দায়িত্বপালন অবস্থায় স্ব-ইচ্ছায় করোনা স্বন্দেহে নমুনা পরিক্ষা করেন। পরে ২০ই এপ্রিল তার করোনা পজিটিভ বলে জানা যায়।এরপর থেকেই তিনি হোম-কোয়ারেনটাইনে চলে যান। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৈনিক চার থেকে পাঁচবার পানির মধ্যে পরিমান মত লবন, আঁদা, রসুন, লং, দারুচিনি দিয়ে ফুটিয়ে শ্বাস-প্রাশাসের মাধ্যমে গরম ভাপ নিতেন এবং চা-পান করতেন।
তাছাড়া নিয়মিত ওষুধ খেয়েছেন এবং পরিবারের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখেছেন। এরপর ২৮ই এপ্রিল আবার নমুনা পরিক্ষা করেন তাতে তার করোনা নেগেটিভ আসে। তারপরেও তিনি হোম-কোয়ারেনটাইনে থাকেন এবং সর্বশেষ ৪ই মে নমুনা পরিক্ষা করলে আবারও করোনা নেগেটিভ আসে।
এবিষয়ে জানতে চাইলে কাজী শাওন বলেন, আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেছি এবং ধর্মীয় সকল কার্যক্রম পালন করেছি। তাছাড়া হোম-কোয়ারেনটাইনে থাকাকালিন সময় স্যার (এসপি শামসুন্নাহার) সব সময় আমার খবর নিতেন। আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে আমি এখন সুস্থ। অচিরেই আমি আমার কর্মস্থলে যোগদান করবো।
