কাইপের মাধ্যমে বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিবে বিএনপি

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
কাইপের মাধ্যমে বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিবে বিএনপি

ঢাকা: দীর্ঘ ২ বছর যাবত কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তিসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসবে বিএনপি।

সোমবার সন্ধ্যা ৬টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে স্থায়ী কমিটির সকল সদস্যসহ স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পরবর্তী কর্মসূচি, দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠনসহ সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

সংবাদটি শেয়ার করুন...

  • কাইপের মাধ্যমে বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিবে বিএনপি