প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ
কারাগার থেকে মুক্তি পেলেন মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তিনি।
গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা তার জামিনের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কারাফটকে এনেছি। পরে জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ৭টা ৫০ মিনিটে তার স্বজনেদের হাতে তুলে দিয়েছি।
এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে দুপুর ১টা ২০ মিনিটে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়।
পরে বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন বিকেলে ওই দুই মামলায় মাহির জামিন মঞ্জুর করেন।
Copyright © 2025 TadantaChitra.Com. All rights reserved.