আমির হোসেন: “আলোকিত মানুষ হবো-মানুষ গড়বো আর সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো ”এই শুলোগানকে সামনে রেখে মানবিক গুনাবলী উন্নয়ন ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্দোগে আজ কালিয়াকৈর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, এম তুষারী,সরকার আব্দুল আলিম,মাহবুব হাসান মেহেদি, বাহার জান,শামসুল আলমসহ কালিয়াকৈর প্রেসক্লাবের সদস্যগন ও সৎ সঙ্গ ফাউন্ডেশনের কর্মীগন।পরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ পত্র বিতরন করা হয়।