
শারমিন শান্তা: দেশের সবচেয়ে বেশি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে কমিশনার পদে রদবদল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-৩ (শুল্ক) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
মঙ্গলবার (২৮ মে) অতিরিক্ত সচিব বিশ্বনাথ বণিকের সই করা আদেশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসে কমিশনার পদে পদায়ন করা হয়েছে ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে।
চট্টগ্রাম কাস্টম হাউসের বর্তমান কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে।
