কুষ্টিয়ায় চায়ের দোকানে দুজনকে গুলি, আওয়ামী লীগ নেতাসহ আটক ২

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি ঘটেছে মিরপুর উপজেলার ফুলবাড়িয়ায় শনিবার রাত ৮টায়। মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর সঙ্গে তার মামাতো ভাই হাশেম কাজির সঙ্গে জমাজমি নিয়ে বিরোধ ছিলো।

গত জাতীয় নির্বাচনে এরা দুজন দুইপক্ষে কাজ করেছেন। স্থানীয়রা জানান, ফুলবাড়িয়ায় এসব বিরোধে কথাকাটাকাটির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাশেম কাজি (৪৮) ও ভ্যানচালক রেজাউল ইসলাম (৪০)। এরমধ্যে হাশেম কাজির অবস্থা গুরুতর। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে।

মোস্তফা হাবিবুল্লাহ জানান, আতাহার আলীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার লাইসেন্সকৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এসব বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন...

  • আওয়ামীলিগ নেতা
  • কুষ্টিয়া মিরপুর
  • গুলি