কুষ্টিয়ার খেজুরতলা গ্রামে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খেজুরতলা গ্রামে ১ কোটি ২২ লক্ষ টাকায় দেড় কিঃমিঃ রাস্তা পাকাকরণের জন্য তিন মাস আগে বেড কাটা, নিম্নমানের ইট ব্যবহার, পানি না দেওয়া, রুলার না করা সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী ৷
সরেজমিনে ও তথ্যসূত্রে জানা যায়, দীর্ঘ তিন মাস রাস্তার বেড কেটে ফেলে রাখার ফলে দু’পাশের জমাকৃত মাটি বৃষ্টির পানিতে পুনরায় বেডে এসে জমা হয়ে মাটিতে কিছুটা ভরাট হলেও সেই মাটি না সরিয়ে তার ভিতর বালি ভরাট করা হয়েছে ৷ বালি ভরাট করার পরে কোন প্রকার রোলার ব্যবহার না করেই বালি মিশ্রিত খোঁয়া ফেলা হয়েছে ৷ এরপর বালি মিশ্রিত খোঁয়া ফেলার পরে রোলার করা হলেও পানির ব্যবহার ছিলো শূর্ণ্যের কোটায় ৷ তারপর ম্যাকাডম করার সময়ও পর্যাপ্ত পানির ব্যবহার করা হয়নি এবং অধিকাংশই ইটের খোঁয়ায় ছিলো ময়লা ও কাঁদা মিশ্রিত ৷ আর এসব ময়লা ও কাঁদামাখা ম্যাকাডম ঢাকতে সুকৌশলে দ্রুতবেগে রোলার করে বালি ছিটিয়ে দিয়ে কাজ শেষ করায় এখন ঠিকাদারের মৌক্ষম উদ্দেশ্য ৷
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, ম্যাকাডম কাজে কাঁদাযুক্ত ও নিম্নমানের খোঁয়া ব্যবহার করছে ঠিকাদার, এছাড়াও বেডে ঠিকমত পানি দিচ্ছে না, রুলার ছাড়াই রাস্তা করছে যা টেকসই ও মজবুত নয় এবং নিয়ম বর্হিভূত ৷ তারা আরো বলেন, রাস্তার দুইপাশে অনেক পুকুর অথচ কয়েকটি প্যারাসাইলিন দিলেও বাদ রয়েছে অনেকগুলো পুকুর পাড়, অল্প বৃষ্টি হলেই রাস্তা ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে ।
খেজুরতলা রাস্তা নির্মাণ কাজে অভিযোগের বিষয়ে ঠিকাদার আমিনুল ইসলাম বলেন কিছু ইটের সমস্যা আছে, এগুলো বাদ দিয়ে দেব । বেডে পানি দেওয়া ও রুলার ঠিকমতই তো করার কথা ছিলো৷
এ বিষয়ে সদর থানা প্রকৌশলী (নকশাকার) ইকবাল কবীরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, খেজুরতলা রাস্তার কাজের সাইডে যাওয়ার সময় পাচ্ছিনা, যদি কখনও যাওয়ার সময় পায় তাহলে আমি দেখবো ৷

সংবাদটি শেয়ার করুন...

  • রাস্তা নির্মাণে অনিয়ম!