কেরানীগঞ্জে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

মোঃ এমিলিঃ মঙ্গলবার ১৬ নভেম্বর কেরানীগঞ্জের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক পরিচালিত শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে এই কমূসূচিটি পরিচালনা করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো রক্ত পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ। এছাড়া প্রেসার, ওজন মাপার ব্যবস্থা করা হয়। হেলথকেয়ার নেটওয়ার্কের সিও ডাঃ এম এ সামাদ এর তত্ত্বাবধানে সার্বিক পরিচালনায় প্রায় চার শতাধিক ব্যক্তিকে আজকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেবা পরামর্শ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ খালেক- ইব্রাহিম জেনারেল হাসপাতলের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী ,মোঃ শওকত ওসমান ,কেরানীগঞ্জ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মুসলিম ঢালী, কোষাধ্যক্ষ শেখ কাওসার,এইচ এম নীরা, মো: মোস্তাক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

আগামীকাল ১৭ নভেম্বর র‍্যালীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করবে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন...