ক্যাসিনো ব্যবসায়ী লাবলু কি সাংবাদিক!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অপরাধে খালিদ ও সম্রাটরা জেলে, দুর্নীতির প্রমাণ পাওয়ায় কারাগারে অসাধুব্যবসায়ীরাও। তবে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন সাংবাদিক নামধারী এক ক্যাসিনো ব্যবসায়ী, নাম মাহাবুব আলম লাবলু।

প্রকাশ্যেই প্রধানমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তিনি। আটক হলেও প্রভাবশালীদের তদবিরে ছাড়া পেয়েছিলেন সাংবাদিক লাবলু।

ক্রিস্টাল-১৮৬ ডটকম নামের অনলাইন গেমসের অনুমোদন অনলাইনে জুয়ার আসর চালানো হচ্ছিলো রাজধানীর পল্টনের প্রীতম জামান টাওয়ারে। অভিযোগে ২০১৮ সালে ১৯শে ফেব্রুয়ারি সেখানে অভিযান চালায় পুলিশ। প্রতিষ্ঠানটির মালিক মাহবুবল আলম লাভলু। যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত ছিলেন। ক্যাসিনো ব্যবসা ও দুর্নীতির দায়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে তার চাকরি চলে যায়।

২০১৮ সালের ১৯শে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে পল্টন থানার ওসি লেখেন, প্রীতম-জামান টাওয়ারের ১৪ ও ১৫ তলায় ইন্টারনেটের মাধ্যমে দেলোয়ার হোসেন ও মো. মাহবুব আলম জুয়া খেলা পরিচালনা করছেন। ক্রিস্টাল-১৮৬ ডটকম নামের অনলাইন গেমসের অনুমোদন নিয়ে তারা জুয়ার আসর বসিয়েছেন। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রীতম জামান টাওয়ারে অনলাইনে তার ক্যাসিনো ববসা খবর প্রকাশ পায়।

অনুসন্ধানে জানা যায়, মাহবুবল আলম লাভলু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ক্যাডার ছিলেন। মানিকগঞ্জে আবারও শুরু করেছেন অনলাইনে ক্যাসিনো ব্যবসা। সেখানে গড়ে তোলা কোটি টাকার বা গানবাড়ির জমিও দখল করার অভিযোগ আছে মাহবুবল আলম লাভলুর বিরুদ্ধে। আছে প্রভাব খাটিয়ে পরিবহণ ব্যবসার অভিযোগ। অন্তরালে থাকা এই ক্যাসিনো ব্যবসায়ীকে আইনের আওতায় আনার দাবী উঠেছে।

সংবাদটি শেয়ার করুন...