খালেদা জিয়া সুস্থবোধ করছেন: ডা. এ জেড এম জাহিদ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ২ years ago

জ্যেষ্ঠ প্রতিবেদক: তুলনামূলক সুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দিয়ে তার বাসার সামনে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

ডাক্তার জাহিদ বলেন, বাসায় রেখেই বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসা দেওয়া হবে। তিনি এবং তার পরিবারের সদস্যরা দেশবাসী কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন...