
ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন।
টানা ১৩ ঘণ্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় লাগা আগুন। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।
ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি স্থানীয়দের। কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েন।
এদিকে, ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে কারখানা এলাকা। ১১টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারারাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়েছে বলে জানায় দমকল কর্মকর্তারা।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
