গুলিস্তানে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ের চারপাশের রাস্তায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টা নাগাদ জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ৩টার পর ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে মিছিল নিয়ে গুলিস্তান অভিমুখে যাত্রা করেন তারা।

এ সময় তাঁতিবাজার মোড়, বংশাল ও ফুলবাড়িয়ায় হানিফ ফ্লাইওভারের নিচে তিন দফায় পুলিশ তাদের বাধা দিলেও বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেন তারা। গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসফেরত কর্মজীবী মানুষ। বাসে থাকা অনেক যাত্রীকে নেমে হেঁটে গন্তব্যে রওনা করতেও দেখা যায়।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অবরোধ
  • গুলিস্তান
  • জবি শিক্ষার্থী
  • জিরো পয়েন্ট
  • যান চলাচল বন্ধ