চট্টগ্রামে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে কার্যালয়ের নিচে স্লোগান দিয়েই সরে যায় তারা। ওপরে উঠতে পারেনি।
রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। চট্টগ্রাম অফিসের প্রথম আলোর এক প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টার দিকে কমপক্ষে দুই শতাধিক লোক নগরীর ২ নম্বর গেট জড়ো হয়। পরে মিছিল করে প্রবর্তক মোড়ের দিকে আসতে থাকে।
এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। মিছিলকারীরা স্লোগান দিয়ে চলে যায়। কার্যালয়ে উঠতে পারেনি।
বর্তমানে প্রথম আলো কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিয়ে আসার খবর শুনার পর আমরা সেখানে যাই। পুলিশ সদস্যদের দেখে স্লোগান বন্ধ করে দেয়। পরে তারা নিজেরা ধীরে ধীরে সরে যায়। এখনও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে সেখানে।