নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব রামপুরা জাম তলা এলাকায় একটি বাড়ীতে চাঁদা চেয়ে না পাওয়া অন্যের বাড়ীর গেট ভাঙচুর করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর লিয়াকত।
আজ দুপুরে পূর্ব রামপুরা ১৩৮/সি/১ জামতলা এলাকায় ১১ থেকে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ভাষ্য মতে, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কোন ধরনের নোটিশ বা প্রশাসনের লোক ছাড়াই নিজের বাহিনীর লোক নিয়ে এই বাড়ীটির গেট ভেঙ্গে দেন। তারা বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে কাউন্সিলর এ কাজটি করেছেন। যদিও সাংবাদিকদেরকে কাউন্সিলর জানান, সরকারী রাস্তার কাজ করতে এমনটা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে কাউন্সিলর অন্য প্রসঙ্গে কথা বলে এড়িয়ে যান।
এলাকাবাসী জানান, রাস্তা সংস্কারের নামে কাউন্সিলর নিজের ফায়দা লুটতে এ ঘটনাটি ঘটিয়েছে। যদি সিটি করপোরেশন এমন উদ্বেগ নিত তাহলে বাড়ীর মালিককে নোটিশ করতো। এমনকি প্রশাসনের লোক থাকতো। কোন ধরনের নোটিশ ছাড়াই বাড়ীটির গেট ভেঙ্গে দেয়ার মানে কি? অভিযোগ রয়েছে ওই বাড়ীর মালিক থেকে কাউন্সিলর দীর্ঘদিন চাঁদা দাবী করে আসছে।
জানা গেছে, এই ঘটনায় বাড়ির কাজ করা অবস্থায় রাজমিস্ত্রি রবিন ও তার শ্বশুর প্রতিবাদ করতে গেলে তারা কাউন্সিলরের বাহিনীর লোকজনের কাছে হামলার শিকার হন।
বাড়ীটির মালিক শামশাদ জানান, আজ দুপুরে হঠাৎ করে রামপুরা ২২ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে এসে তার বাড়ীর ওয়াল দোকানপাট ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। আমি সাথে সাথে প্রতিবাদ করি এবং কাউন্সিলর কে জিজ্ঞেস করি কি কারনে বাড়িঘরে এবং দোকানপাট ভেঙে ফেলেছেন? তিনি বলেন, সিটি কর্পোরেশনের নির্দেশে এই কাজ করছি।
বাড়ির মালিক আরো জানান, কাউন্সিলর নির্দেশে শানু, রফিক, কাউন্সিলর এর ড্রাইভার বিভিন্ন সময় চাঁদা দাবি করতেন। প্রতিবারই তিনি প্রতিবাদ করতেন। চাঁদা না দেওয়ায় আজকে তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং তারা তাকে হত্যা এবং এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি প্রদান করেন। তার পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে রামপুরা থানায় জিডি করেন ভুক্তভোগী বাড়ীর মালিক।
এ বিষয়ে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিয়াকতের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।