চীনের সঙ্গে বাংলাদেশ সরকার সামরিক যোগাযোগ বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে।