চুনারুঘাটে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ জন আটক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

(২৩ মে শনিবার) রাতে উপজেলার রামগঙ্গা, নালুয়া ও চুনারুঘাট সদরে অভিযান পরিচালনা করেন।

আটক ব্যাক্তিরা হলো,অভিমান্য জরা(২৩)পিতা মানিক জরা, সাং নালুয়া চা বাগান, মোঃ ছিদ্দিক আলী(২৮) পিতা মো নুরুল ইসলাম সাং হিমালিয়া, সমীরন বাউরী (৩৮)সাং রামগংগা, বিশ্ব ভৌমিক(২২) পিতা নিপেন ভৌমিক সাং রামগংগা।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন...