চুনারুঘাটে রাব্বি হত্যা মামলার প্রধান আসামী আটক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

আব্দুল জাহির মিয়াঃ চুনারুঘাটে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার প্রধান আসামী কামাল কে আটক করেছে পুলিশ। (২৬ মে মঙ্গলবার) সন্ধায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন- চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ও ওসি (তদন্ত) চম্পক দাম।

গাঁজা পাচারের সময় বাধা দেয়ায় বাগাডুবি গ্রামের ফিরোজ মিয়ার কিশোর ছেলে রাব্বি কে চুরিকাঘাত করে পালিয়ে যায় কামাল।১ দিন পর রাব্বি সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

এর পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে রাব্বির খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। সেই মোতাবেক চুনারুঘাট থানা পুলিশ খুনিদের ধরতে দিন-রাত পাহাড়ি এলাকায় অভিযান করে যাচ্ছিলেন।

তাকে শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা জাম্মুরা ছড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।খুনি কামাল কে গ্রেফতারের খবরে চুনারুঘাটে স্বস্তি ফিরে এসেছে।

কামাল কে আটক করার জন্য চুনারুঘাট থানার ওসি কে অভিনন্দন জানিয়ে, কামাল সহ সকল মাদক গড ফাদারদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেন চুনারুঘাট বাসী।

সংবাদটি শেয়ার করুন...