প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০১৯, ৪:০৭ অপরাহ্ণ
চোরাইকৃত মালামাল সহ ০৬ জন গ্রেফতার
আমির হোসেনঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খানের নির্দেশনায় (৩ই এপ্রিল) বুধবার থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এলাকাবাসীর সহযোগীতায় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মাধবপুর তারন্য চেক ফেব্রিক্স লিঃ ফ্যাক্টারী (বর্তমানে পরিত্যাক্ত) এর কাপড় তৈরীর মেশিন, মেশিনারীজ পার্স, বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে ব্যাটারী চালিত দুইটি ভ্যান গাড়ীতে নিয়ে যাওয়ার সময় ০৬ (ছয়) জন চোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৪) রংপুর জেলার পীরগাছা থানার দিঘটারী গ্রামের মৃত গোলাপ উদ্দিন এর ছেলে, শেরপুর জেলার সদর থানা এলাকার চৌতিনখোলা বটতলা গ্রামের মাহিজ উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম (২৪), তিন আনী থানার জাঙ্গালিয়াকান্দা গ্রামের মৃত মমিজল হক এর ছেলে মোঃ রাসেল (২৪), নালতাবাড়ী থানার শিমুলতলা গ্রামের আমির হোসেন এর ছেলে রনি মিয়া (১৮), বরিশাল জেলার আগরপুর থানার নতুনচর জাহানপুর গ্রামের আলী আকবর হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার (৩২) এবং টাংগাইল জেলার মধুপুর থানার গাছাবাড়ী গ্রামের মৃত জব্বার বাইনা এর ছেলে বাবুল মিয়া (২৮)। গ্রেফতারকৃত আসামীরা কাশিমপুর, কালিয়াকৈর, আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। আটককৃত চোরদের বিরুদ্ধে তারন্য চেক ফ্যাক্টারী লিঃ এর বর্তমান কেয়ারটেকার আহসান হাবিব বাদী হয়ে কাশিমপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন এবং কাশিমপুর থানা পুলিশ অদ্যই ৪ঠা এপ্রিল ২০১৯ তারিখ বৃহস্পতিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
Copyright © 2025 TadantaChitra.Com. All rights reserved.