ছাত্রদলের কাউন্সিল ৩১ জনের মনোনয়ন বাতিল

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে শীর্ষ দুই পদে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে বাছাই কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী হয়েছেন ৪৫ জন। এর মধ্যে সভাপতি পদে বৈধ প্রার্থী ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন। উভয় পদে ৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। গতকাল ছাত্রদলের প্রার্থী বাছাই কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব প্রার্থী তফসিলের সব শর্ত পূরণ করতে পারেননি তাদেরই মনোনয়ন বাতিল হয়েছে। জানতে চাইলে বাছাই কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন নয়া দিগন্তকে বলেন, ছাত্রদলের কাউন্সিলের তফসিলে বেশ কিছু শর্ত দেয়া আছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা তফসিলের সব শর্ত পূরণ করতে পারেনি। কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলে খোলামেলা আলোচনা করে সব তথ্য পুংখানুপুংখভাবে যাচাই-বাছাই করেছি। যারা শর্ত পূরণ করেছেন তাদের মনোনয়নই কেবল বৈধ হয়েছে।

জানা যায়, ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পুনঃতফসিল মোতাবেক গত ১৯ ও ২০ আগস্ট সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুই দিনে শীর্ষ দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কাছে ফরমসহ কাগজপত্র জমা দেন। এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট সভাপতি পদে ৪২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭০ জন মনোনয়ন ইচ্ছুক প্রার্থী ফরম কিনেন। গত ২২ থেকে ২৬ আগস্ট পাঁচ দিন ধরে সম্ভাব্য প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে এ সংশ্লিষ্ট কমিটি। গতকাল বাছাই কমিটির আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বাছাই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান ও আকরামুল হাসান প্রমুখ।

সভাপতি পদে বৈধ যারা : হাফিজুর রহমান, মো: মামুন খান, ফজলুর রহমান খোকন, মো: আব্দুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, আশরাফুল আলম ফকির, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, রিয়াদ মো: তানভীর রেজা রুবেল, মো: এরশাদ খান, মো: সুরুজ মণ্ডল, মো: শামীম হোসেন, সুলাইমান হোসেন, মো: ইলিয়াস, এস এম সাজিদ হাসান বাবু ও এ বি এম মাহমুদ আলম সরদার।

সেক্রেটারি পদে বৈধ যারা :শাহ নেওয়াজ, মো: আমিনুর রহমান আমিন, মো: তানজিল হাসান, মো: জাকিরুল ইসলাম জাকির, মো: কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম, মো: আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো: মিজানুর রহমান সজিব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল চৌধুরী, শেখ আবু তাহের, মো: মহিনউদ্দিন রাজু, মুন্সী আনিসুর রহমান, মো: ইকবাল হোসেন শ্যামল, মো: জুয়েল হাওলাদার, মো: মিজানুর রহমান শরিফ, মো: রাশেদ ইকবাল খান, মো: আরিফুল হক, রিয়াদ মোহাম্মদ ইকবাল হোসাইন, মো: আজিজুল হক সোহেল, শেখ মো: মশিউর রহমান রনি, আব্দুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাশার, মো: আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম ও এ এ এম ইয়াহ ইয়া।
আগামী ১৪ সেপ্টেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নেতা নির্বাচনের ভোটগ্রহণ হবে, যাতে সারা দেশের ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর ভোট দেবেন। আজ ২৮ আগস্ট প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং ২৯ ও ৩০ আগস্ট প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রচারণা চালানো যাবে ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাবেক ছাত্রদল নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি ও শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন...