ছাত্রদলের নতুন কমিটি ঘিরে চলছে অস্থিরতা। এরই অংশ হিসেবে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছেন সদ্য বিলুপ্ত ছাত্রদলের কমিটির নেতারা। এখন প্রশ্ন কে আসছেন নতুন নেতৃত্ব? এই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ।
এক সূত্রে জানা যায়, ছাত্রদলের সভাপতি পদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে বিএনপি প্রস্তাব দিয়েছে ।
তবে এ প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের এক নেতা জানান, এই খবর ভুয়া, বানোয়াট এবং মিথ্যা। নুরুল হক নুর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্মআহবায়ক এবং ডাকসু’র ভিপি। আর তিনি এই সংগঠনকেই সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের সাবেক এক নেতা জানান, আমরা দলের হাইকমান্ডের সাথে আলোচনা করে নুরকে প্রস্তাব দিয়েছি এবং নুর এই বিষয়ে সময় চেয়েছেন। বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে ডাকসু ভিপি নুরুল হক নুর বেশ জনপ্রিয়, নুর রাজি হলে তাকে ছাত্রদলের সভাপতি করা হবে ।