
স্টাফ রিপোর্টার: ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসতাক আহমেদ শাহিনের বিরুদ্ধে দলীয় নেতাদের ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলার সর্বস্তরের জণগন মানববন্ধন করেছেন।
আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা জেলার সর্বস্তরের জণগনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘কবি ও লেখক এবং আ.লীগ নেতা হুমায়ন কবীর,ভোলা দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ভোলা বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম খোকন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও তরুণ লেখক এবং সাংবাদিক আল-আমিন এম তাওহীদ প্রমূখ।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দলের দুঃসময়ের ত্যাগী নেতা, শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা মোসতাক আহমেদ শাহিনের নামে দলের একটি কুচক্র মহল নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন উপজেলা চুরি-ডাকাতি হওয়া মামলাগুলোতে এই ছাত্রনেতাকে আসামি করে একের পর মামলা, হামলা করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় তার বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা দায়ের করে জানাজা নামাজে দাড়ানোর সময় পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠায়।
তার দল ক্ষমতায় পদ-পদবী কিছুই দেয়নি বরং উল্টো ৬ মাস জেলহাজতে ছিলেন। শুধু এখানেই শেষ মামলার চার্জশীট এবং বিচারের সময় পুলিশ ও বিচারককে ফোন করে সাজার ব্যবস্থা করার নির্দেশ দেন। এসকল নাটক আর অভিনয় বাতিল করে দলের ত্যাগী নির্য়াতিত নেতা সবার প্রিয় মোসতাক আহমেদ শাহিনের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেয়ার অনুরোধ জানান বক্তারা। সেই সাথে দ্রুত সময়ে এসকল ব্যবস্থা না নিলে এরচেয়ে বড় কর্মসূচী দেয়ারও মানববন্ধনে ঘোষণা করেন।’
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা আরিফুর রহমান রুমন, যুবলীগ নেতা মো. আমজাদ তালুকদার, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামসুউদ্দিন, যুবলীগ নেতা মো. রাসেল আকন, জাহাঙীর আলম, আ.লীগ নেতা মো. দুলাল ও সাগর হোসাইন সহ সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।’
