ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। সমসাময়িক অনেকেই আড়ালে চলে গেলেও তিনি এখনও দাপিয়ে অভিনয় করছেন ছোট কিংবা বড় পর্দায়।
হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আজ এ নায়িকার জন্মদিন। দিনটিতে তিনি দর্শকদের জন্য সারপ্রাইজ রেখেছেন বলে জানিয়েছেন।
কী সেই সারপ্রাইজ তা জানতে হলে জন্মদিনের সন্ধ্যা পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে বলেছেন। দিনটি উদযাপন উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছেন তিনি। যেখানে তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যারা শুভাকাক্সক্ষীর ভূমিকায় ছিলেন তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া মৌসুমীর ফ্যান ক্লাবের আয়োজনেও থাকছে বিশেষ একটি অনুষ্ঠান। সবমিলিয়ে এবারের জন্মদিনকে একটু অন্যরকমই ভাবছেন মৌসুমী। তিনি বলেন, ‘আমি সাধারণত আয়োজন করে জন্মদিন উদযাপন করি না।
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনই আমার জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করে থাকেন। আবার আমার ভক্তরাও বিশেষ আয়োজন করেন। ভক্তদের চাওয়াকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এটাও সত্যি, যদি কোনো উপলক্ষ থাকে তাহলে সেটাকে ঘিরে জন্মদিনে একটু বিশেষ আয়োজন করা হয়। এবার যেমনটা হচ্ছে।’
জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ সারপ্রাইজ প্রসঙ্গে মৌসুমী জানিয়েছেন, তার দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকের দিনে সেটাই ঘোষণা করবেন। তিনি আরও জানান, এই স্বপ্ন পূরণে সার্বক্ষণিক তার পাশে ছিলেন স্বামী চিত্রনায়ক ওমর সানী।