আমির হোসেন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার সৎ-নির্ভীক, ন্যায় নিষ্ঠা-পরায়ন, অতি-পরিশ্রমী চৌকস পুলিশ অফিসার এসআই শেখ মফিজুর রহমান ৩য় বারের মতো মাদক উদ্ধারে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুরস্কৃত হলেন। গত ০৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় জিএমপি সদর দপ্তর সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যমুল্য স্থিথিশীল এবং জন-সাধারনের রাস্তাঘাটে চলাচলের সুবিধার্থে যানযট নিরসনের আলোচনা শেষে এসআই শেখ মফিজুর রহমানকে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর সম্মামনা স্মারক পুরস্কার তুলে দেন জিএমপি'র পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।
নব-গঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)'র কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিল। তারই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে মাদক বিরোধী অভিযানে এসআই শেখ মফিজুর রহমান নিরলস ভাবে, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বেশকিছু বড় বড় মাদক কারবারীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে কাশিমপুর এলাকাবাসীর মধ্যে সস্থির নিঃশ্বাস ফিরে আসতে শুরু করেছে।