আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের করা ১৬৭ রানের জবাবে ১২২ রানেই অলআউট হয়ে যায় সাকিব বাহিনী।
একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন আবুল হোসেন ও আবু জায়েদ রাহী।
প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই নামবেন রশিদ-নবীরা। অন্যদিকে মুখোমুখি হওয়ার আগে ফের একবার রশিদদের ঘূর্ণি সামলানোর উপায় খুঁজছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), উসমান গণি, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ শাদাক, মোহাম্মদ নবি, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, করিম জানাত, শাপুর জাদরান।