গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শাহিনুর আক্তার (২৭) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ হয়ে ট্রাকে আগুন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সফিপুর এলাকায় মণ্ডল গ্রুপের স্টারলিংক কারখানার এক নারী শ্রমিক খাবারের বিরতির সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বিকেল পৌনে ৪টার যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন জানান, ট্রাকচাপায় এক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।