ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ৪ দিন আগে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ২৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তবে সূচকগুলো মিশ্র প্রবণতায় অবস্থান করছে, যেগুলোর মধ্যে বেশিরভাগের দর কমেছে।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৫,২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১,১২৩ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২,০১৩ পয়েন্টে রয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৯টির, এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল। এসময় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারে, মোট ১৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও প্রথম দুই ঘণ্টায় সূচক কমেছে। সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে ১৪,৮৫৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৯,১৩৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে এই সময়ে মোট ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬১টির, এবং ১১টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনের মোট পরিমাণ ২ কোটি ২৯ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন...