ডেঙ্গু রোগীদের ফ্রী চিকিৎসা দিবে রিজেন্ট হাসপাতাল

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

সারাদেশে ডেঙ্গুর মহামারী পরিস্থিতি রুপ নিয়েছে রুগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা রাজধানীতে। অপরদিকে এই রোগের খরচ সামাল দিতেও অক্ষম অনেক দরিদ্র মানুষ।

ঠিক এমন সময়  ফ্রিতে রোগির ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা করাবে রিজেন্ট হাসপাতাল।হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা থেকে মিলবে এ সেবা। এমনই ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শাহেদ।

রোববার (২৮ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রিজেন্ট হাসপাতাল উত্তরা বা মিরপুর শাখায় কোনো ডেঙ্গু রোগি আসলে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করা হবে। চিকিৎসার জন্য কোন টাকা লাগবে না। কেউ ডেঙ্গু হয়েছে বা জ্বর, জ্বর লাগছে এরকম মনে হলে রিজেন্ট হসপিটাল হট লাইন অথবা আমাকে ইনবক্স এ নক করুন। রিজেন্ট হাসপাতাল এর চিকিৎসা কর্মী পৌঁছে যাবে আপনার বাসায়।

রিজেন্ট হাসপাতাল উত্তরা শাখার

হট লাইন: 01750999499

রিজেন্ট হাসপাতাল মিরপুর শাখার

হট লাইন: 01971239652

সংবাদটি শেয়ার করুন...