
তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে স্বচ্ছতা ও সংবেদনশীলতার সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
একই সঙ্গে জরুরি সরবরাহসমূহ নিশ্চিত করার কথাও বলেন তিনি। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দায়িত্বে থাকা নিজ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার অধীনে ২৫ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সচিবারা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এসময় ড. ইউনূস বন্দর, রেল দ্রুত চালু করার নির্দেশনা দিয়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
