
প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কমিটির সামনে তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন; যেখানে ২১-২২ জন লোকসভা সদস্য উপস্থিত ছিলেন, বলেন কমিটির প্রধান শশী থারুর।
ঢাকায় ব্যস্ততম সফর শেষে ফিরে যাওয়ার দুই দিনের মাথায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে দেশটির সংসদ সদস্যদের একের পর এক প্রশ্নের জবাব দিতে হয়েছে; আড়াই ঘণ্টার বেশি সময় ধরে সফরের বিস্তারিত তুলে ধরেছেন তিনি। ভারতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বুধবার হাজির হয়ে তিনি সফরের বিষয়ে অবহিত করেন।
অনেক প্রশ্নের মুখে তিনি ’একেবারে পুঙ্খানুপুঙ্খ’ ব্রিফ করেছেন বলে পরে সাংবাদিকদের বলেন কমিটির প্রধান কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। নয়া দিল্লিতে সংসদ ভবনে প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কমিটির মুখোমুখি হয়ে ছিলেন তিনি। এতে ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক এবং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) এর আলোচনার বিষয়গুলো তুলে ধরেছেন বিক্রম মিশ্রি। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদনে কমিটির প্রধান শশী থারুর ও কমিটির সূত্রের বরাতে বিফ্রিংয়ের বিষয়ে তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার।
