ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজনের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা ও অপরজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ে এই দুই হত্যাকাণ্ড ঘটে। এরই মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা। দুটি ঘটনার ভিডিও থাকার পরও এখন পর্যন্ত কোনোটি নিয়েই মামলার খবর পাওয়া যায়নি। আটকও করা হয়নি কাউকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার নয়। এ সময় তিনি প্রকৃত অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বানও জানান। আরো পড়ুন: ঢাবির হলে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু জাহাঙ্গীর আলম বলেন, এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না। ভুক্তভোগীরাই মামলা করছেন, এটা ইতিবাচক।
পরে আলোচনা সভা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, অনেক ক্ষতি হয়েছে পুলিশের। তাদের মনোবল কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।