ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ চিকিৎসা সেবা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন তারা।

এদিকে ঢামেকের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা বলেন, আমরা শনিবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এখনও সময় শেষ হয়নি। এখন আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তবে আজ দুপুর ২টায় হামলাকারীদের শনাক্ত, বিচার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবো। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

ফলে, বন্ধ আছে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বার। আইসিইউ চালু থাকলেও দেখা মিলছে না ডাক্তারের। গুরুতর রোগী থাকায় সেখানে নার্সরা রয়েছেন। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

এর আগে, শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনায়, দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে, ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই তারা কর্মবিরতিতে গেলেন।

সংবাদটি শেয়ার করুন...

  • চিকিৎসাসেবা বন্ধ
  • জরুরি বিভাগে ভাঙচুর
  • ঢাকা মেডিকেল কলেজে