তফসিল বাতিলের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল

লেখক: সাব এডিটর
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক: ঘোষিত তফসিল বাতিল করে গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল হয়ে দৈনিক বাংলার মোড় প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজেপি মহাসচিব আব্দুল মতিন সউদ।

তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করতে হবে। এ তফসিল বাতিল করে একটা গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সউদ।

এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান ঈমন, যুগ্ম মহাসচিব আকবর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ও সগীর আহমেদ সুজন, ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব রাফি, বিজেপির যুব সংহতির আহ্বায়ক হারুনসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন...