টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিমের ফিফটি ও তৌহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে পেলো বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্যে আট উইকেট আর ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শান্ত বাহিনী।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। এর আগে বাংলাদেশি বোলাদের দাপটে সিকান্দার রাজাদের অল্প পুঁজিতে বেঁধে দেয় শান্তর দল। বাংলাদেশ ইনিংসে দুই বার হানা দেয় বৃষ্টি।
প্রথম দফায় তিন ওভারে বাংলাদেশ এক উইকেটে ১০ রান তোলার পর বৃষ্টি নামে। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ সাত দশমিক দুই এক উইকেটে তোলে ৪৪ রান। বৃষ্টি আবার বন্ধ হলে দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চাশ পার করেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত।
তবে জুটিতে পঞ্চাশ পেরোনোর পর উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। ২৪ বলে ২১ রানের ইনিংসে মাত্র একটি বাউন্ডারি হাঁকান তিনি। ৩৬ বলে অভিষিক্ত তামিম ফিফটি তুলে নেওয়ার পর, শেষ পর্যন্ত তিনি দুই ছক্কা ও আট চারে ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার হৃদয় ১৮ বলে এক ছক্কা ও পাঁচ বাউন্ডারিতে ৩৩ রান করেন। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুজারাবানি ও লুক জঙ্গুই।
ম্যাচ সেরা হন তাসকিন আহমেদতামিম-হৃদয়ে বড় জয় বাংলাদেশের