তিনদিন কনস্যুলার সেবা সীমিত রাখবে থাই দূতাবাস

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাস কনস্যুলার সেবা সীমিত করেছে। আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল কনস্যুলার সেবা সীমিতভাবে চালু রাখবে দূতাবাস।

রোববার (৪ এপ্রিল) ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে কনস্যুলার সেবা সীমিত করেছে দূতাবাস। শুধুমাত্র আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল কনস্যুলার সেবা সীমিতভাবে চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে ভিসা ও সার্টিফিকেট অব এন্ট্রির জন্য দূতাবাসের ওয়েবসাইটের কনস্যুলার সেবা বিভাগের ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, সোমবার থেকে সারাদেশে টানা এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞায় ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস আপাতত হোম অফিসে উৎসাহিত করছে। যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি এবং জাতিসংঘসহ এর অঙ্গসংগঠন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সংবাদটি শেয়ার করুন...