তুমি এখন অন্য মানুষ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

সুমি ইসলাম

তুমি এখন অন্য মানুষ, অন্য কোনজন,
তুমি চলে গেছো দুরে বহুদূরে
আর ফিরবেনা কখনও জানি
রাখবেনা চোখ ওই চোখে
কখনও আর স্পর্শ করবেনা তাকে
জড়াবেনা ভালোবাসার বাহুডোরে
ভরিয়ে দেবেনা জানি আলতো চুম্বনে
গুছিয়ে দেবেনা আর এলোমেলো পিঠময় ছড়িয়ে রাখা চুল গুলো
ঠিক করে দেবেনা কপালের টিপ।

যদি চলেই যাবে যদি ভুলেই যাবে তবে কেনো এসেছিলে ক্ষনিকের তরে?
তবে কেনো জড়িয়েছিলে ভালোবাসার বাহুডোরে?
তুমি এখন অন্য মানুষ অন্য কোন জন,
তাকে নিয়ে আর লিখবেনা কোন কবিতা
পরে রবে কবিতার খাতাটা
ধুলো জমে যাবে একসময়
মুছে যাবে লেখাগুলো
গাইবেনা জানি কোন গান,
তুমি এখন অন্য মানুষ অন্য কোন জন
ধরেছো অদৃশ্য কোন হাত
সেহাত তোমাকে নিয়ে গেছে আজানায়
সেখান থেকে ফিরবেনা জানি আর।

সংবাদটি শেয়ার করুন...