দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন।

ডিসেম্বরে বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী, আলোচনায় থাকবে অভিবাসন
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে, সবশেষ ২০০৫ সালে পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন...